জেনে নিন ইয়াবা কি কি ভয়াবহ রাসয়নিক দিয়ে তৈরি

Image result for ইয়াবা


Image result for ইয়াবা

ইয়াবার মূল উপাদান মেথামফেটামিন ও ক্যাফেইন। মেথামফেটামিন জিনিসটা দিয়ে তৈরি একটা ট্যাবলেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের জাগিয়ে রাখতে ব্যাবহার করা হত এবং ১৯৫০ এর দিকে জাপানে মেথামফেটামিন ব্যাপক ভাবে ব্যাবহৃত হয়েছে। বর্তমানে যে ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় তাতে মেশানো হয় হাইড্রোক্লোরিক এসিড, এসিটোন (যা মূলত নেইল পলিশ রিমুভার), রেড ফসফরাস, ব্যাটারির লিথিয়াম ও সালফিউরিক এসিড। আশা করি কেমিক্যাল গুলোর নাম শুনে কিছুটা ভয়াবহতার আঁচ পাওয়া যাচ্ছে।

যেভাবে ইয়াবা আসছে বাংলাদেশে,দেখুন কেমন বুদ্ধি তাদের,অবাক হয়ে যাবেন


এবার এক অভিনব কায়দায় ইয়াবা পাচার করছেন এক ব্যক্তি তার নাম কুতুবুদ্দিন এ যেন হাজারো জাদুকে হার মানিয়েছে কিন্তু সেই জাদু কে উড়িয়ে দিয়েছেন সাতকানিয়া থানার এক এসআই মিজানুর রহমান।তারকাছে সব ধরা পরে যায়। তারপর আজ সন্ধ্যায় কেরনীহাটের নিকট মহাসড়কে আটক হন একজন পথচারী তার লাগেজে থেকে মহামূল্যবান ইয়াবা বের করে ফেলেন! ইয়াবার পরিমান ৭৮০ গ্রাম এবং ব্যাক্তির নাম মোঃ কুতুব উদ্দিন (২২) ইয়াবা ব্যবসায়ী মোঃ কুতুব উদ্দিন অবৈধ ভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখায় এবং গাড়ীতে বহন করার অপরাধে তার বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলা করা হয়। সবশেষে শুধু এটাই বলার আছে এমন অপরাধ আর কতদিন চলবে আমাদের এই বাংলাদেশ তরুণ এবং যুবসমাজকে ধ্বংস করতে এই ইয়াবা ব্যবসায়ীরা যেন সবাই এখন ধরাছোঁয়ার বাইরে আসুন সবাই মিলে এই ইয়াবা ব্যবসায়ী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়াই



দেখুন কিভাবে মায়ানমার থেকে ইয়াবা আসে বাংলাদেশে ||




নারীর গোপনাঙ্গ থেকে মিলল ১৯০০ ইয়াবা !! 




বাংলাদেশে সবচেয়ে বেশি নারীরাই ইয়াবা সেবন করে, নারী ইয়াবা সেবনকারীরা কি বলে শুনুন,


বাংলাদেশের সেরা ১০ জেলার আলোচিত ইয়াবা সুন্দরীরা। তাদের সুখ ও বিলাসীতা দেখলে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে



হাতেনাতে ধরা-দেখুন পুলিশই হলো আসল ইয়াবা গডফাদার,থলের বিড়াল বেরিয়ে এলো যেভাবে





ইয়াবা যুদ্ধে র‍্যাবের সরাসরি Crossfire এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )