পোস্টগুলি

জুলাই, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সিলেটের এক এমপিকে হত্যা করতে লন্ডনে পরিকল্পনা! : আটক ২

ছবি
সিলেটের এক এমপিকে হত্যা করতে লন্ডনে পরিকল্পনা ! : আটক ২   সিলেট অঞ্চলের একজন সংসদ সদস্যকে খুন করার জন্য লন্ডনে এক ব্যক্তির সঙ্গে চুক্তি করেছিল মো. জাহিদুল আলম কাদির নামের এক চিকিৎসক। লন্ডনে অবস্থানরত সেই ব্যক্তি ও সিলেটের কোন সংসদ সদস্য তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তাদের নাম-পরিচয় বের করতে পুলিশ কাজ করছে। সিলেট অঞ্চলের একজন সংসদ সদস্যকে খুন করার জন্য লন্ডনে এক ব্যক্তির সঙ্গে চুক্তি করেছিল মো. জাহিদুল আলম কাদির নামের এক চিকিৎসক। লন্ডনে অবস্থানরত সেই ব্যক্তি ও সিলেটের কোন সংসদ সদস্য তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তাদের নাম-পরিচয় বের করতে পুলিশ কাজ করছে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিদেশি ১৫টি অগ্নেয়াস্ত্রসহ এক চিকিৎসক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম। গ্রেফতারকৃতরা হলেন- ডা. মো.

সাবেক এমপি আব্দুল কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ছবি
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে একই আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি আব্দুল কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল সোয়া ১০টার দিকে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিআইজি বলেন, কাদের খাঁনের গাড়িচালক আবদুল হান্নান কিলারদের পালিয়ে যাওয়াসহ বিভিন্ন সহযোগিতা করে। হত্যাকাণ্ডে কাদেরের ভাতিজা শাহীন মিয়া ও কেয়ারটেকার মেহেদীসহ চারজন অংশ নেয়। এরমধ্যে রানা নামে একজন পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। এদের মধ্যে হান্নান, মেহেদী ও শাহীনকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করে ১৬৪ ধারায় জবানবন্দি নিতে আদালতে হাজির করা হয়। পরে তারা আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ডিআইজি গোলাম ফারুক আরো বলেন, কাদের খাঁন শুধু এমপি লিটনকে হত্যা নয়, উপ-নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকেও হত্যার পরিকল্পনা করে আসছিলেন। কারণ হিসেবে ডিআইজি উল্লেখ কর

লিটন হত্যার পরিকল্পনা ফাঁসঃ এমপির কাছে চাকরি নিতে এসে খুনের আসামি ৩ যুবক

ছবি
লিটন হত্যার পরিকল্পনা ফাঁসঃ এমপির কাছে চাকরি নিতে এসে খুনের আসামি ৩ যুবক চাকরি নিতে এসে খুনের আসামি হয়ে গেল তিন যুবক। নাম রাশেদুল ইসলাম মেহেদী, শাহীন মিয়া ও আনোয়ারুল ইসলাম রানা। চাকরি পাওয়ার আশায় গাইবান্ধা-১ আসনের সাবেক এমপি কর্নেল (অব.) আবদুল কাদের খান তাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে শুরু করেন। একপর্যায়ে কাদের খানের পরিকল্পনা ও পরামর্শ অনুযায়ী একই আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার মিশন বাস্তবায়নে সরাসরি অংশ নেয় তারা। ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি থেকে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃতদের দেয়া তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা আরও কয়েকজনকে খুঁজছেন।   এদিকে রিমান্ডের দ্বিতীয় দিনেও শুক্রবার অনেকটা স্বাভাবিক ছিলেন সাবেক এমপি আবদুল কাদের খান। পুলিশও এখনও পুরোপুরি জিজ্ঞাসাবাদ শুরু করেনি। প্রাথমিকভাবে তাকে হত্যা পরিকল্পনাসংক্রান্ত কিছু ভয়েস কল শোনানো হয়েছে। তিনি স্বীকারও করেছেন এগুলো তার কথোপকথের রেকর্ড। তারপরও তিনি নাকি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেবেন না। শিগগির তাকে খুনিদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের

লিটনকে হত্যার পরিকল্পনা করেন একই আসনের জাপা দলীয় সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খান।

ছবি
লিটনকে হত্যার পরিকল্পনা করেন একই আসনের জাপা দলীয় সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খান। লিটন হত্যায় গ্রেফতার সাবেক এমপি কাদের খানের সুন্দরগঞ্জের বাড়ির পুকুরে বুধবার দিনভর তল্লাশি চালায় আইন-শৃঙ্খলা বাহিনী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার নেপথ্যের যেসব তথ্য বেরিয়ে আসছে তা সিনেমার যে কোনো গল্পকেও হার মানায়! ঠাণ্ডা মাথায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে লিটনকে হত্যার পরিকল্পনা করেন একই আসনের জাপা দলীয় সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খান। এ লক্ষ্যে কাদের তার সুন্দরগঞ্জের ছাপরহাটি ইউনিয়নের খানপাড়া গ্রামে নিজ বাসায় তিনজনকে অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেন। তবে শেষ পর্যন্ত তারা কাদেরের কথা অমান্য করে হত্যা মিশনে অংশ নেয়নি। প্রথমবারের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ২০১৬ সালের শুরুতে আবার নতুন ছক কষেন কাদের। এরপর তিনি স্থানীয় জাপা নেতা সোহেল রানা, শাহীন মিয়া ও মেহেদীকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়ে লিটনকে হত্যা করতে রাজি করান। তাদেরও অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় কাদেরের বাসায়। ঘটনার দিন 'গুরু' কাদেরের কাছ থেকে 'দোয়া' নিয়ে তারই কিনে

৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা

ছবি

Member’s of 8th Parliament of Bangladesh

ছবি
Member’s of 8th Parliament of Bangladesh   SL. NO. Area Parliamentarian Party 1 Panchagarh-1 Barrister Muhammad Jamiruddin Sircar Bangladesh  Nationalist Party 2 Panchagarh-2 Mr. Md. Mozahar Hussain Bangladesh  Nationalist Party 3 Thakurgaon-1 Mirza Fakhrul Islam Alamgir. Bangladesh  Nationalist Party 4 Thakurgaon-2 Alhaj Md. Dabirul Islam Bangladesh  Awami League 5 Thakurgaon-3 Mr.Hafiz Uddin Ahmed Jatiya Party (Ershad) 6 Dinajpur-1 Mr. Monarangon Sel Gopal (By election) Jamaat-e-Islami 7 Dinajpur-2 Lt. Gen.(Rtd) Muhammad Mahbubur Rahman Bangladesh