আসন্ন একাদশ সংসদ নির্বাচনে জাসদের অর্ধশতাধিক প্রার্থী

একাদশ সংসদ নির্বাচনে জাসদের অর্ধশতাধিক প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রায় অর্ধশতাধিক আসনে কাজ করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতাকর্মীরা। জোটগতভাবে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও দলীয় প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলটির নীতিনির্ধারণী একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলটির নেতাদের ভাষ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে ১৪ দলীয় জোটের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। জাসদ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে একটি প্রাথমিক তালিকাও করা হয়েছে। তবে জোটগতভাবে নির্বাচন হলে প্রার্থিতা সেভাবেই চূড়ান্ত করা হবে।
অন্তত ২০টি সংসদীয় আসনে জয়ী হওয়ার মতো প্রার্থী জাসদের রয়েছে বলে দলটির নীতিনির্ধারণী ওই নেতার দাবি। তার মতে, নির্বাচনের আসন বণ্টন সংক্রান্ত আলোচনায় প্রার্থীদের তালিকা নিয়ে কথা বলা হবে। জোটের সিদ্ধান্ত হলে বা নির্বাচনের পরিস্থিতি অনুযায়ী প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে।
দলটির প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, যশোর-৪ আসনে কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, ফেনী-১ আসনে সাধারণ সম্পাদক শিরীন আখতার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে সহ-সভাপতি ও সাবেক এমপি শাহ জিকরুল আহমেদ, বগুড়া-৪ আসনে সহ-সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন এমপি এবং নেত্রকোনা-৫ আসনে সহ-সভাপতি লুৎফা তাহের এমপি (মহিলা আসন) নির্বাচন করবেন।
এছাড়া মানিকগঞ্জ-৩ আসনে সহ-সভাপতি ইকবাল হোসেন খান, মানিকগঞ্জ-১ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন খান জকি, নরসিংদী-২ আসনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জায়েদ কবীর, গাইবান্ধা-৩ আসনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদী, রাজবাড়ি-২ আসনে উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি আব্দুল মতিন মিয়া, লহ্মীপুর-৪ আসনে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি মোশারফ হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনে উপদেষ্টা পরিষদের সদস্য সবেদ আলী এবং কুষ্টিয়া-৪ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া দলের জনসংযোগ সম্পাদক শরীফুল কবির স্বপন কুষ্টিয়া-১ আসনে, রংপুর জেলা সাধারণ সম্পাদক কুমারেশ রায় রংপুর-২ আসনে, ময়মনসিংহ মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ-৬ আসনে, উপদেষ্টা ডা. একরামুল হক গাইবান্ধা-৫ আসনে, কেন্দ্রীয় কমিটির সদস্য ডি এম আলম নাটোর-৪ আসনে, ময়মনসিংহ জেলা সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ময়মনসিংহ-৯ আসনে, কেন্দ্রীয় সহ-সভাপতি শহীদুল ইসলাম ঢাকা-৫ আসনে, মীর হোসাইন আখতার ঢাকা-১৭ আসনে, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন নাটোর-১ আসনে, সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু সাতক্ষীরা-১ আসনে, জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক এলাহী সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান।
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা সভাপতি সাদেকুল ইসলাম লালমনিরহাট-১ আসনে, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল চট্টগ্রাম-১১ আসনে, পিরোজপুর জাসদের সদস্য আহসানুল কবীর বাদল পিরোজপুর-১ আসনে, সিরাজগঞ্জ জেলা সভাপতি আব্দুল হাই তালুকদার সিরাজগঞ্জ-১ আসনে, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বরিশাল-২ আসনে, কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের সাখাওয়াৎ হোসেন জয়পুরহাট-২ আসনে, ধরমপাশা উপজেলা সভাপতি কবির হোসেন সুনামগঞ্জ-১ আসনে, শরীয়তপুর জেলা সভাপতি শ ম মালেক শরীয়তপুর-১ আসনে, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আকতার ঢাকা-১৪ আসনে, সমবায় বিষয়ক সম্পাদক নাইমুল হক চৌধুরী কক্সবাজার-৩ আসনে, উপদেষ্টা আ ফ ম মফিজুর রহমান চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান।
বগুড়া-৬ আসনে দলের দুই কেন্দ্রীয় সদস্য এমদাদুল হক ও এ বি এম জাকিরুল হক টিটন প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সিরাজগঞ্জ-৫ আসনে কোষাধ্যক্ষ আইয়ুব আলী খান, সিরাজগঞ্জ-৬ আসনে শাহজাদপুর উপজেলা সভাপতি শফিকুজ্জামান, নীলফামারী-৩ আসনে জলঢাকা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা সভাপতি গোলাম পাশা এলিচ নির্বাচনে অংশ নিতে চান।
দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ওভাবে এখনও কিছু করিনি। যারা নির্বাচনে অংশ নিতে চান, তারা কাজ করছেন। জোটগতভাবে সিদ্ধান্ত হওয়ার পর আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )