বাংলাদেশে কর্মরত ভারতীয়রা বছরে ছয় বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’-এর আট বছর পূর্তি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশে কর্মরত ভারতীয়রা বছরে ছয় বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে ‘যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’-এর আট বছর পূর্তি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে কাজী আকরাম এ মন্তব্য করেন।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে কর্মরত ভারতীয়রা বার্ষিক ছয় বিলিয়ন ডলারের মতো নিয়ে যাচ্ছে। এ অর্থ বৈধ পথে ভারতে যায়, নাকি হুন্ডি অথবা হাতে হাতে যায়—সেটি আমার জানার কথা নয়। এ জন্য কর্তৃপক্ষ রয়েছে, তারা সেটি তদারকি করেন। তবে আমি অনেকবার প্রস্তাব পেশ করেছি যে ভারতীয়দের নিয়োগের প্রয়োজন হবে না—এমন সব দক্ষ কর্মী বাংলাদেশে তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এই ছয় বিলিয়ন ডলার বিদেশে যাবে না। বাংলাদেশের মানুষেরাই তা ব্যবহারে সক্ষম হবে।
বাংলাদেশের কিছু লোভী লোকের কবলে পড়েছে অর্থনৈতিক সেক্টর। তাদের যে কত টাকা দরকার, এটি নিজেরা নির্ধারণেও সক্ষম হননি। আরও চাই, আরও চাই। সবকিছু পেতে চাই। এমন কিছু লোকের কারণে কয়েকটি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এ জন্য গোটা ব্যাংকিং সেক্টরকে দায়ী করা সমীচীন হবে না।’
চলতি মাসে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাসে ‘১০১তম আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের বার্ষিক সম্মেলনে’ আন্তর্জাতিক পরিচালক পদে নির্বাচিত কাজী আকরাম জানান, সম্মেলন কক্ষে তিনি ভারতের বিরুদ্ধেও নানা অভিযোগ দেখেছেন। পাকিস্তানকে জঙ্গিরাষ্ট্র হিসেবে বলাবলি হয়েছে। অপরদিকে বাংলাদেশকে সবাই একবাক্যে ‘উন্নয়নের মডেল’ হিসেবে বিবেচনা করেছেন।

  1. 1.    জেনে নিন ইয়াবা কি কি ভয়াবহ রাসয়নিক দিয়ে তৈরি
  2. 2.    ইয়াবা ব্যবসায়িদের জন্য সর্বোচ্চ মৃত্যুদন্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮
  3. 3.    জানুয়ারি-মার্চজব্দ করা হয়েছে তিন কোটি ২৮ লাখ ২৫ হাজার ৬১১ পিস ইয়াবা৩৫ হাজার ১১২ আসামিকে গ্রেফতার
  4. 4.    পার্সপোর্ট অফিসে অভিযান চালিয়ে ১০ দালালকে আটক করেছে ্যাবের ভ্রাম্যমাণ আদালত
  5. 5.    বাংলাদেশে কর্মরত ভারতীয়রা বছরে ছয় বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে

কাজী আকরাম বলেন, ‘যমুনা সেতু নির্মাণের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে মঙ্গার বিলুপ্তি ঘটেছে। এখন পদ্মা ব্রিজের নির্মাণকাজ শেষ হলে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে বার্ষিক যোগ হবে ১ দশমিক ৫ শতাংশ করে। অর্থাৎ উন্নয়নের মহাসড়কে ওঠা বাংলাদেশের এগিয়ে চলা ত্বরান্বিত হবে এবং সে জন্যেই শেখ হাসিনা ও তার সরকার এই সেতু নির্মাণের প্রকল্পকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।’
ওই সময় যুক্তরাষ্ট্রস্থ স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এ মালেক বলেন, ‘বর্তমানে ৩২ হাজার প্রবাসী প্রতি মাসে গড়ে ছয় মিলিয়ন ডলার করে বাংলাদেশে পাঠাচ্ছেন এই আটটি শাখা থেকে। গত আট বছরে পাঠিয়েছি তিন বিলিয়ন ডলার।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )