পার্সপোর্ট অফিসে অভিযান চালিয়ে ১০ দালালকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর আগারগাঁও এলাকায় পার্সপোর্ট অফিসে অভিযান চালিয়ে ১০ দালালকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের জরিমানা করাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
১২ জুলাই, বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-২ এর পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।
অভিযানের সময় বজলু মিয়া (৪৫), উজ্জ্বল (৩০), দরগা আলী (৩০), মানিক মিয়া (২৮), সেলিম রানা (৩০), আবু তালেব শেখকে (৪৩) এক মাসের করে সাজা দেওয়া হয়। অন্যদিকে তাদের সঙ্গে থাকা আবুল হোসেন (৩৫), মজিবর শেখ (৪২), সাহেরা খাতুন (৪২) ও সালেহা (৪৫)কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, এ চক্রটি দীর্ঘদিন থেকে পার্সপোর্ট অফিসে আসা বিভিন্ন ব্যক্তিকে পার্সপোর্ট করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে নিচ্ছিল। তারা সত্যায়ন, ভুয়া সিল, ব্যাংক রশিদ এবং ভুয়া পাসপোর্ট প্রদান করে প্রতারণা করে আসছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The national flag Cambodia

Historical Maps ALL COUNTRY

Schengen Visa Types & Validity- Visa Fees --Travel Insurance-statistics