ইঁদুর গাঁজাখোর না হলে ৮ পুলিশ কর্মকর্তা জেলে যাবে!

ইঁদুর-গাঁজাখোর-8 police officers will go to jail if the rat is not a marijuana!

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স প্রদেশের পিলার শহরে পুলিশের একটি সংরক্ষণাগার থেকে ৫৪০ কেজি গাঁজার হদিস পাওয়া যাচ্ছিল না। গত বছরের এপ্রিলে নতুন কমিশনার এমিলিও পরতেরো দায়িত্ব নেন। বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেন।
তার পূর্ববর্তী কমিশনার হাভিয়ের স্পেশিয়ারের দাবি এসব গাঁজা ইঁদুর খেয়েছে! তবে এসব বলে পার পাওয়া যায়নি। মঙ্গলবার ওই ঘটনায় মোট আটজন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। গাঁজা খাওয়ার দায়ে ইঁদুরকে দোষী সাব্যস্ত করতে না পারলে জেলেও জেতে হতে পারে তাদের!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The national flag Cambodia

world map

Schengen Visa Types & Validity- Visa Fees --Travel Insurance-statistics