ভালবাসার অর্থই কি মা এক বিছানায় রাত্রি যাপন করা?

ভাল__থাকো____মা.....
মা-এর মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনখানে কেহ পাইবে ভাই! হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান, ... আমাদের মুখচেয়ে নিজে র'ন নাহি খেয়ে, শত দোষী তবু মা তো তাজে না। ছিনু খোকা এতটুকু, একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেতো, মা-ই সে তখন বুকে করে নিশিদিন আরাম-বিরাম -হীন ....

মা কথা কথাটি ছোট্ট অতি কিন্তু জান ভাই ফেসবুক ইমো ভাইবার আরো কতো রকম কি।সবইপ্রযুক্তি কল্যানে মায়েরা আর সেই রকমের নাই।

নারীর সবচেয়ে মূল্য বান সম্পদ ইজ্জত।কিনতু বর্তমান সময়ে নারীরা তাদের নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ হাট খুলে বসেছে।মোবাইল কোম্পানীর বান্ডেল প্যকেজের মতো নিজেদের প্যাকেজ করে নিয়েছে।এছাড়াও দেশের সকল জায়গায় হোটেল ,বাসা বড়িতো আছেই ।নিজেরাই এখন নিজদের দালাল।

কী পাপ করেছিলাম মা? কুত্তা দিয়ে খাওয়ালে আমাকে!!!
মা, বল তো অামি কে? 
তোমার গর্ভে রাতের অাঁধারে লুকিয়ে জন্ম নেয়া অামি সেই হতভাগা সন্তান! অামি
যাকে লোক লজ্জার ভয়ে নর্দমায় একটা বাক্সবন্দি করে জ্যান্ত ফেলে এসেছিলে।
জানো মা, তুমি চলে অাসার পর অামার সাথে কি হয়েছিল? 
তুমি যখন বাক্সবন্দি করে অামায় ফেলে অাসলে, অামি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক-ওদিক সবদিক তোমায় খুঁজলাম। চারিদিকে অন্ধকার অার অন্ধকার। বুঝে নিলাম তুমি কাছে নেই। অামি তো তোমায় মা বলে ডাকতে শিখিনি তখনো। কিন্তু অামি জানতাম অামার চিৎকার শুনে তুমি দৌঁড়ে ছুটে অাসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম।

"জানো মা, অামার চিৎকারে তুমি এলে না ঠিকই। কিন্তু রাস্তার কুকুরগুলো অামার কাঁন্না শুনে ঠিকই অামায় খুঁজে নিল। অামি ভাবলাম কুকুরগুলো বুঝি অামায় মায়ের কাছে নিয়ে যাবে। কিন্তু না মা। ওরা তো অামায় খাওয়ার জন্য ছুটে এসেছিল"।

একটা-দুইটা- কুকুর? না মা। ৫/৬ টা কুকুর। কি ধারালো দাঁত ওদের। অামায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে অামার পাঁজরগুলো ছিঁড়লো।

তারপর অারও দুইটা কুকুর অামার মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল। কি যে যন্ত্রনা হচ্ছিল মা তুমি বুঝবেনা। 
বুঝলে কি অার অামায় ফেলে যেতে  !!!
জানো মা, ওরা অামায় নিয়ে যখন টানাটানি করছিল একটা সময় অামার যন্ত্রণাটাও কমে গেল। কমবে না কেন বলো?
প্রাণটা তো তখন অার ছিল না মা!
জানি না মা, কে তোমায় ভালবাসি বলে অামায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল। কিন্তু তুমি তো "মা"।
তুমি কেন অামায় ফেলে দিলে?  যদি নিজের কথা এতই ভাবতে, তবে জন্ম দিলেই বা কেন?
ভালবাসার অর্থই কি মা এক বিছানায় রাত্রি যাপন করা?
কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজার করে দিলে?
ভালবাসার অর্থ কি অামার মতো সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? তবে কি জানো মা, এমন ভালবাসা পাওয়ার অাগেই অামি দুনিয়া ছেড়ে চলে গিয়েছি সেটাই ভাল হয়েছে।
অামি হাশরের দিন অাল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবো মা। তোমায় যাতে ক্ষমা করে। কি করবো বলো? তুমি অামার কথা না ভাবলেও অামি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি।

শুধু একটা অনুরোধ মা, যদি সন্তানকে জনসম্মুখে অানতে এতই লজ্জা করে তোমার, তবে অার কখনো অামার মত অবৈধ সন্তানের জন্ম দিও না। অামি তোমায় ক্ষমা করে দিলেও সব সন্তান তোমায় ক্ষমা করবে এমনটা ভেবো না।
ভাল থাকো মা.....।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )