যে দেশে প্রতি বর্গকিলো মিটারে দুইজন মানুষ নেই অথচ আয়োতনে দেশটি১,৫৬৬,৬০০ বর্গ কিলোমিটার।


চীন আর মঙ্গোলিয়ার বর্ডারটি খুবই সিম্পল। কোন ব্যারিক্যাড, তার, রেখা কিছুই নেই। শুধু ২টা ডায়নোসর যারা চুমু খাচ্ছে একে অপরকে। 

জেনে নিন মঙ্গোলিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

মঙ্গোলিয়া মোঙ্গোল্‌ উল্‌স্‌ মধ্য এশিয়ারএকটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর রাজধানীর নাম উলানবাটোর। এর উত্তরে রাশিয়া ও দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে গণচীন অবস্থিত। রাজধানী উলান বাটোরে মোট জনসংখ্যার ৩৮ শতাংশ লোক বাস করে। মঙ্গোলিয়ার রাজনৈতিক ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র দ্বারা পরিচালিত। সাম্প্রতিককাল পর্যন্ত মঙ্গোলিয়ার বেশির ভাগ লোক বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের অনেকেই যাযাবর, তবে এই অবস্থার পরিবর্তন ঘটছে। রাজধানী উলানবাটোর দেশটির সর্ববৃহৎ শহর। 
উলান বাকের দেখুন
রাজধানী উলানবাটোর দেশটির সর্ববৃহৎ শহর।
মঙ্গোলিয়ার আয়তন-১৫,৬৪,১১৬ বর্গ কিঃমিঃ (৬,০৩,৯০৯ বর্গ মাইল)। মঙ্গোলিয়াতে তিনটি প্রধান পর্বতশ্রেণী আছে। আলতাই পর্বতমালা এদের মধ্যে সর্বোচ্চ; এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম মঙ্গোলিয়াতে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব বরাবর বিস্তৃত। খানগাই পর্বতশ্রেণীটিও একই দিক বরাবর মধ্য ও উত্তর-মধ্য মঙ্গোলিয়াতে অবস্থিত; এগুলি অপেক্ষাকৃত পুরাতন, ক্ষয়ে যাওয়া পর্বত এবং এখানে অরণ্য ও চারণভূমি দেখতে পাওয়া যায়। রুশ সীমান্তের কাছে, উলানবাতারের উত্তর-পূর্বে অবস্থিত খেনতিল পর্বতমালা আরও কম উচ্চতাবিশিষ্ট। পূর্ব মঙ্গোলিয়ার অধিকাংশ এলাকা সমতল। পূর্বে এটি গোবি মরুভূমির সাথে মিশে গেছে। সেলেঙ্গে নদী মঙ্গোলিয়ার প্রধান নদী। 
মঙ্গোলীয় ভাষার খালখা উপভাষাটি মঙ্গোলিয়ার প্রধান ও জাতীয় ভাষা। আধুনিক লেখ্য মঙ্গোলীয় ভাষা এই কথ্য উপভাষাটিকে ভিত্তি করেই নির্মিত। মঙ্গোলিয়ার প্রায় ৯০% লোক এই ভাষায় কথা বলেন। মঙ্গোলিয়ার অন্যান্য ভাষাভাষীরা নিজ ভাষা ছাড়াও এই ভাষাটিতেও কথা বলতে পারেন এবং লেখার কাজে এটিকেই ব্যবহার করেন।মঙ্গোলীয় ভাষা তিনটি ভিন্ন লিপিতে লেখা হয়। ১৩শ শতকে উদ্ভাবিত ঐতিহ্যবাহী মঙ্গোলীয় লিপি, ১৯৪০-এর দশকে সাম্যবাদের সাথে আগত সিরিলীয় লিপি, এবং অধুনা ১৯৯০ সালে ইংরেজি শব্দ ও পদগুচ্ছ লেখার কাজে ব্যবহৃত লাতিন লিপি। মঙ্গোলীয় ভাষা ছাড়াও আরও ১০টি ভাষা মঙ্গোলিয়ায় প্রচলিত। ম্যান্ডারিন চীনা ভাষায় ৩৫ হাজার, ও রুশ ভাষায় ৪ হাজার লোক কথা বলেন। বাকী ভাষাগুলি মঙ্গোলীয় ভাষার সমগোত্রীয়, আলতায়ীয় ভাষাপরিবারের অন্তর্গত ভাষা। এদের মধ্যে আছে মঙ্গোলীয় শাখার বুরিয়াত, দারখাত ও কালমিক-ওইরাত ভাষা; তুঙ্গুস শাখার এভেনকি ভাষা, এবং তুর্কীয় শাখার কাজাখ, উইঘুর এবং তুভিন ভাষা। মঙ্গোলিয়ার প্রায় সর্বত্র শিক্ষার মাধ্যম মঙ্গোলীয় ভাষা। তবে কাজাখ-অধ্যুষিত এলাকাগুলিতে প্রাথমিক ও কিছু মাধ্যমিক শিক্ষার মাধ্যম কাজাখ ভাষা। মঙ্গোলিয়াতে সবচেয়ে অধীত বিদেশী ভাষা রুশ ভাষা। তবে ইদানীং পশ্চিমমুখিতার ফলস্বরূপ ইংরেজি শিক্ষার হার বাড়ছে। ইংরেজির প্রচলনের সাথে সাথে লাতিন লিপি ব্যবহারও বাড়ছে।

জেনে নিন মঙ্গোলিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য - ফিচার

অনেকেই বিভিন্ন দেশের রাজধানীর নাম নিয়ে বিপাকে পড়েন। পরিচিত অথচ হঠাৎ করে রাজধানীর নাম মনে পড়ে না এমন দেশের মধ্যে মঙ্গোলিয়া একটি। সম্প্রতি মঙ্গোলিয়ার রাজধানী ওলানবাটোর-এ শুরু হয়েছে ১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন। এবার ওলানবাটোর সম্পর্কে জেনে নেয়া যাক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
চেঙ্গিস খান স্ট্যাচু
চেঙ্গিস খান স্ট্যাচুচেঙ্গিস খান স্ট্যাচু


মজার বিষয় হলো- ১৩ এবং ১৪ শতকের মঙ্গোল সাম্রাজ্যের কুখ্যাত প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের মূর্তি এখানে এখনো সমুজ্জ্বল। রয়েছে চেঙ্গিস খানের নামে বিমান বন্দরও।

এছাড়াও উলানবাটোর জাতীয় জাদুঘর, ঐতিহাসিক এবং হস্তশিল্প যাদুঘর মঙ্গোলিয়র উল্লেখযোগ্য স্থাপত্য।
 

এখানে প্রতিবছর সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করা হয় দেশসেরা সুন্দরী ‘মিস মঙ্গোলিয়া’।

রাজধানী: ওলানবাটোর। সংস্কৃতি ও ঐতিহাসিক দেশটির রাজধানী ওলানবাটোর প্রতিষ্টা হয় ১৬৩৯ সালে। মঙ্গোলিয়ার রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির মূল কেন্দ্র এটি।

ওলানবাটোরের আগের নাম: উরগা।

পার্শ্ববর্তী দেশ: রাশিয়া এবং চীন।

আয়তন: ১,৫৬৬,৬০০ বর্গ কিলোমিটার।

 à¦šà§‡à¦™à§à¦—িস খান এয়ারপোর্ট

চেঙ্গিস খান এয়ারপোর্টচেঙ্গিস খান এয়ারপোর্ট
সীমান্তবর্তী এলাকা: দেশটির ৪৬৭৭ কিলো মিটার সীমান্ত চীন এবং ৩৫৪৩ কিলো মিটার সীমান্ত রাশিয়ার সাথে।


জনসংখ্যা: ৩,০০০,০০০ (জানুয়ারি ২০১৫)।

সরাকারের ধরন: সংসদীয় গণতন্ত্র হিসেবে সাংবিধানিক প্রজাতন্ত্র ।

রাষ্ট্র প্রধান: রাষ্ট্রপতি (সাখিয়াজিন এলবেগদোর্জ)।

সরকার প্রধান: প্রধানমন্ত্রী (Chimediin Saikhanbileg)।
 à¦‰à§Žà¦¸à¦¬à§‡ মঙ্গোলিয়ানরা

উৎসবে মঙ্গোলিয়ানরাউৎসবে মঙ্গোলিয়ানরা
জাতীয় ভাষা: মঙ্গোলিয়ান।
প্রসাশনিক ভাষা: মঙ্গোলিয়ান ও ইংরেজি।

মুদ্রা: মঙ্গোলিয় তুগরিক (১ ইউরো = ২১৭৮ তুগরিক)

দেশের কোড: +৯৭৬।

সময়: GMT/UTC +8।
ওজনের একক: কিলোগ্রাম ও মিটার।

ইন্টারনেট কোড: .mn


Mongolia.

জাতীয় দিবস

নববর্ষ: ১ জানুয়ারি।

Tsagaan সার বা লুনার নববর্ষ: প্রথম বসন্ত মাস ১-৩ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, সাধারণত মধ্য ফেব্রুয়ারি।

আন্তর্জাতিক নারী দিবস: 8 মার্চ

শিশুদিবস: ১ জুন

জাতীয় স্বাধীনতা ও লিবার্টি দিবস: ২৯ ডিসেম্বর




আবহাওয়া: পৃথিবীর শীতলতম রাজধানী শহর ওলানবোটর। চরম অস্থিরতার সঙ্গে মহাদেশীয় জলবায়ু। উলানবাটরে বার্ষিক গড় তাপমাত্রা -১.৩° সি/২৯.৭° ফারেনহাইট পর্যন্ত হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )