আবেদন করার কত দিন পরে আমি ভিসা পাব?
প্রঃ আমার সর্বশেষ ভিসাটি যদি অন্য কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দুতাবাস (ঢাকা থেকে নয়) থেকে প্রদান করা হয় তাহলে কি আমি সাক্ষাতকার অব্যাহতি কার্যক্রমের অর্থাৎ ড্রপ-বক্স জন্য আবেদন করতে পারবো?
আমার সর্বশেষ ভিসাটি যদি অন্য কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দুতাবাস (ঢাকা থেকে নয়) থেকে প্রদান করা হয় তাহলে কি আমি সাক্ষাতকার অব্যাহতি কার্যক্রমের অর্থাৎ সাক্ষাতকার অব্যাহতি জন্য আবেদন করতে পারবো?
প্রঃ আমি কি সাক্ষাতকার অব্যাহতি কার্যক্রমে (সাক্ষাতকার অব্যাহতি ) আবেদন করার জন্য যোগ্য?
সাক্ষাতকার ছাড়াই আপনি আপনার নন-ইমিগ্রান্ট ভিসা নবায়নের জন্য যোগ্য কিনা তা নির্ধারন করতে, আমরা আপনাকে নির্বাচন মানদণ্ডের চেকলিস্টটি ভালভাবে পড়ে নেয়ার পরামর্শ দিচ্ছি।
http://www.ustraveldocs.com/bd/Drop%20box%20checklist-15thMay'15.pdf
প্রঃ আমার ভিসাটি ২ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। আমি কি এখনও সাক্ষাতকার অব্যাহতি এর জন্য আবেদন করতে পারব ?
হ্যাঁ , আপনি ড্রপ-বক্স এর মাধ্যমে ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার ভিসার মেয়াদ এখনো শেষ না হয়ে গিয়ে থাকে অথবা ১ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়ে থাকে । এছাড়াও ড্রপ-বক্সে আবেদন করার আরেকটা নিয়ম হচ্ছে যে আপনাকে আপনার আগের ভিসার মেয়াদ শেষ হওয়ার ৪৮ মাসের মধ্যে আবেদন করতে হবে ।
প্রঃ আমি ২০০৭ সালে ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ভিসা পেয়েছিলাম ২০০৮ সালে। আমি কি সাক্ষাতকার অব্যাহতি এর জন্য আবেদন করতে পারব?
যেসকল আবেদনকারী ১লা জানুয়ারী, ২০০৮ সাল অথবা তার পরে নন-ইমিগ্রান্ট ভিসার জন্য সাক্ষাৎকার প্রদান করেছিলেন, তারাই এই কার্যক্রমের আওতায় ভিসা নবায়নের জন্য যোগ্য হতে পারেন। পাশাপাশি, আবেদনকারীদেরকে চেকলিস্টে উল্লেখিত যোগ্যতার মানদণ্ডটি পূরন করতে হবে।
http://www.ustraveldocs.com/bd/Drop%20box%20checklist-15thMay'15.pdf
প্রঃ সাক্ষাতকার অব্যাহতি আবেদন করার কত দিন পরে আমি ভিসা পাব?
সাধারনতঃ ৭ টি কর্মদিবসের মধ্যেই ভিসা সংগ্রহ করার জন্য প্রস্তুত হয়ে যায় । তারপরেও, কিছু কিছু যোগ্য আবেদনকারীদের আবেদনপত্রে অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হয় । এই অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ঠিক কি পরিমাণ সময় লাগতে পারে, তা অনুমান করা আমাদের জন্য অসম্ভব । যখনই প্রশাসনিক প্রক্রিয়া শেষ হবে এবং ভিসাটি সংগ্রহ করার জন্য প্রস্তুত হবে, আমরা আপনার পাসপোর্টটিকে পাঠিয়ে দিব আপনার পূর্ব নির্ধারিত অবস্থানে যেটা আপনি বেছে নিয়েছিলেন পাসপোর্ট সংগ্রহ করার জন্য। আপনি আমাদের সেবা কেন্দ্র থেকে ১টি ইমেইল পাবেন যে আপনার পাসপোর্টটি “সংগ্রহ করার জন্য প্রস্তুত”।
প্রঃ যদি আমাকে ব্যাক্তিগত সাক্ষাতকারের জন্য আসতে বলা হয় তাহলে আমি কি করব?
আপনাকে ব্যাক্তিগত সাক্ষাতকারে আসতে বলার জন্য কনস্যূলার বিভাগ ১টি ইমেইলের মাধ্যমে অনলাইনে সাক্ষাৎকারের সময় নির্ধারণের ব্যাপারে
প্রঃ সাক্ষাতকার অব্যাহতির জন্য যোগ্যতা অর্জন কি আমার ভিসা প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে?
না। সাক্ষাতকার মউকুফ (সাক্ষাতকার অব্যাহতি ) কার্যক্রমে অংশগ্রহন করার যোগ্যতা একটা ভিসা প্রদান নিশ্চিত করে না। পাশাপাশি এই নিশ্চয়তাও প্রদান করে না যে আপনি সাক্ষাতকার থেকে অব্যাহতি পাবেন। এমনকি, আপনি সাক্ষাতকার অব্যাহতি পাওয়া সত্ত্বেও, আপনাকে আঙ্গুলের ছাপ প্রদান করার জন্যও আসতে হতে পারে। যদি আমাদের অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয় তা হলে আমরা আপনার ডিএস-১৬০ অনলাইন আবেদনে উল্লেখিত ইমেইল ঠিকানায় আপনার সাথে যোগাযোগ করব।
প্রঃ. আমি একজন নাবিক (জাহাজ অথবা বিমান) এবং আমাকে পূর্বে একটি সি১/ডি ভিসা প্রদান করা হয়েছে। আমি কি সি১/ডি ভিসা নবায়নের পাশাপাশি সাক্ষাতকার অব্যাহতি পদ্ধতির মাধ্যমে বি১/বি২ ভিসার জন্যও আবেদন করতে পারব?
যদি একজন জাহাজ বা বিমান ত্রু সদস্যদের কাছে শুধু মাত্র সি১/ডি ভিসা থাকে এবং আগে পাওয়া কোন বি১/বি২ ভিসা না থেকে থাকে, আপনি যদি এখন একই সঙ্গে দুঢি ভিসার (সি১/ডি ও বি১/বি২) জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে ভিসা সাক্ষাৎকারের জন্য সশরীরে আসতে হবে। এইক্ষেত্রে আপনি সাক্ষাতকার অব্যাহতি প্রোগ্রামের মাধ্যমে আবেদন করতে পারবেন না।
প্রঃসাক্ষাতকার অব্যাহতি আবেদনপত্র জমাদানের পূর্বশর্তগুলো কি কি?
অনুগ্রহ পূর্বক নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র গুলো আপনার সাক্ষাতকার অব্যাহতি আবেদনপত্রের সাথে প্রদান করবেনঃ
·
সাক্ষাতকার অব্যাহতি নিশ্চয়তা প্রদানকারী চিঠি;
·
বর্তমান পাসপোর্ট যেটির মেয়াদ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার বসবাসকালীন সময়ের পরে অন্তত আরও ছয় মাস বৈধ থাকবে (সব শ্রেণীর জন্য প্রযোজ্য);
·
পাসপোর্ট যেটিতে অতি সম্প্রতি প্রদানকৃত ভিসাটি রয়েছে;
·
ডিএস-১৬০ ননইমিগ্রেন্ট ভিসার আবেদন নিশ্চিতকরণ পত্র (সব শ্রেণীর জন্য প্রযোজ্য);
·
ভিসা প্রক্রিয়াকরণের জন্য MRV ফি প্রদানের মূল কাগজ;
·
সাদা পটভূমিতে তোলা ২ × ২ ইঞ্চি মাপের একটি ছবি (সব শ্রেণীর জন্য প্রযোজ্য)
·
আই – ২০ মূল পত্র (এফ১/এফ২, এম১/এম২ শ্রেণীর জন্য প্রযোজ্য)
·
ডিএস-২০১৯ এর মূল পত্র (জে১/জে২ শ্রেণীর জন্য প্রযোজ্য)
·
সিডিসি (জাহাজে ক্রমাগত অব্যাহতির সনদপত্র) বই এর ফটোকপি/চাকুরীর চুক্তিপত্রের ফটোকপি (সি১/ডি শ্রেণীর জন্য প্রযোজ্য)
আপনি এসকল প্রয়োজনীয় কাগজপত্রসমূহ আপনার পূর্ব নির্ধারিত সার্ভিস সেন্টারে জমা দিতে পারবেন।
প্রঃ আমি এখন আমার সন্তানসহ ভিসার জন্য আবেদন করছি এবং সর্বশেষ ভিসা প্রদানের সময় আমার সন্তানের বয়স ১৪ বছরের কম ছিল। এখন আমার সন্তানের বয়স ১৪ বছরের চেয়ে বেশী। সেক্ষেত্রে আমার সন্তান কি পরিবারের বাদবাকি সদস্যদের সাথে সাক্ষাতকার অব্যাহতি আবেদন করতে পারবে?
না, আপনার ছেলে/মেয়েকে দুতাবাসে সশরীরে উপস্থিত থাকতে হবে আঙ্গুলের ছাপ এবং ভিসা সাক্ষাৎকারের জন্য। যদিও এটা প্রযোজ্য নয়, তারপরেও আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নিজের জন্য একটি ভিসা সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারন করতে, যাতে করে আপনিও আপনার সন্তানকে/সন্তানদেরকে সাথে নিয়ে ভিসা সাক্ষাৎকারের জন্য দুতাবাসে উপস্থিত হতে পারেন। আপনি যদি সাক্ষাতকার অব্যাহতি এর মাধ্যমে ভিসা নবায়নের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এটা জেনে রাখা ভাল যে, আমরা হয়ত আপনাকে আপনার সন্তানকে/সন্তানদেরকে সাথে নিয়ে ভিসা সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করতে পারি।
প্রঃদূতাবাস/কনস্যুলেট থেকে পাসপোর্টটি তোলার জন্য আমাকে কি দেখাতে হবে?
আপনার পাসপোর্ট এবং ভিসা কোনো অন-অনুমোদিত ব্যক্তিকে প্রদান করা হয়নি এটি নিশ্চিত করতে আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য আপনাকে একটি সরকার দ্বারা প্রকাশিত আইডি বা পরিচয় পত্র দেখাতে হবে।
প্রঃ দূতাবাস/কনস্যুলেট থেকে পাসপোর্টটি তোলার জন্য আমাকে কি দেখাতে হবে?
আপনাকে একটি আসল সরকার দ্বারা প্রকাশিত সচিত্র পরিচয় পত্র দেখাতে হবে।
প্রঃ আমি ছাড়া অন্য কেউ কি আমার পাসপোর্টটি তুলতে পারেন?
হ্যাঁ, তবে আপনার পাসপোর্টটি সংগ্রহ করার জন্য আপনার মনোনীত প্রতিনিধিকে নিম্নলিখিতগুলি কাগজপত্রগুলো দেখাতে হবে
পরিবারের জন্য,একসাথে সাক্ষাতকার নেওয়া পরিবারের যেকোনো প্রাপ্তবয়স্ক আবেদনকারী ডকুমেন্ট ডেলিভারী সেন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। পাসপোর্ট সংগ্রহ করার জন্য পরিবারের সমস্ত সদস্যদের আসার প্রয়োজন নেই।
একজন ব্যক্তির ক্ষেত্রে, যেকোনো ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করতে পারেন যদি তিনি নিম্নলিখিত কাগজপত্রগুলি দেখান
১. আবেদনকারীর প্রতিনিধিকে অবশ্যই একটি স্বাক্ষর করা “অনুমোদন ফর্ম” প্রদান করতে হবে। অনুমোদন ফর্মের স্বাক্ষর পাসপোর্টের স্বাক্ষরের সাথে হুবহু মিলতে হবে। স্বাক্ষর করা অনুমোদন ফর্মে যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুমোদিত তার নামের উল্লেখ থাকতে হবে , এছাড়াও যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করবেন তার ফোন নম্বর এবং ঠিকানা থাকতে হবে। আপনাকে অনুমোদিত ব্যক্তির একটি সচিত্র পরিচয় পত্রও প্রদান করতে হবে (যেমন, বৈধ পাসপোর্ট , ভোটার আইডি , ইত্যাদি)। “অনুমোদন ফর্ম” এবং নির্দেশিকা পাওয়ার জন্য দয়া করে সাইমন ওভারসিস লিমিটেডের ওয়েবসাইট দেখুন ।
২. অনুমোদিত ব্যক্তির একটি বৈধ সচিত্র পরিচয়পত্র (পাসপোর্ট, ভোটার আইডি , ইত্যাদি)
৩. আসল ডিএস-১৬০ কনফারমেশান পেজ যেখানে পাসপোর্ট প্রদানের তারিখ উল্লেখিত আছে।
বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা, বিদেশী দূতাবাসের কর্মচারির জন্য, আবেদনকারী ব্যক্তির একই সংস্থার দপ্তরের কোনো অনুমোদিত কর্মী সেই ব্যক্তির হয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। তবে আবেদনকারীকে অবশ্য নিম্নলিখিতগুলি প্রদান করতে হবেঃ
১. একটি স্বাক্ষর করা অনুমোদন পত্র। এই স্বাক্ষর করা অনুমোদন পত্রটিকে একটি অফিশিয়াল লেটারহেডে প্রিন্ট করতে হবে এবং একটি সাম্প্রতিক তারিখ এবং আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে (এই স্বাক্ষর পাসপোর্টের স্বাক্ষরের সাথে হুবহু মিলতে হবে)। যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করবেন তার পুরো নাম, পদবি এবং স্বাক্ষর এটেস্টেট করাতে হবে ।
২. স্বাক্ষর করা অনুমোদন পত্রে যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করবেন তার ফোন নম্বর এবং ঠিকানাও থাকতে হবে।
৩. অনুমোদিত ব্যক্তির একটি বৈধ সচিত্র পরিচয়পত্র (পাসপোর্ট, ভোটার আইডি , ইত্যাদি)
৪. আসল ডিএস-১৬০ কনফারমেশান পেজ
আপনাকে অবশ্যই একটি স্বাক্ষর করা অনুমোদন ফর্ম প্রদান করতে হবে। অনুমোদন ফর্মের স্বাক্ষর পাসপোর্টের স্বাক্ষরের সাথে হুবহু মিলতে হবে। স্বাক্ষর করা অনুমোদন ফর্মে যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুমোদিত তার নামের উল্লেখ থাকতে হবে , এছাড়াও যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করবেন তার ফোন নম্বর এবং ঠিকানা থাকতে হবে। আপনাকে অনুমোদিত ব্যক্তির একটি সচিত্র পরিচয় পত্রও প্রদান করতে হবে (যেমন, বৈধ পাসপোর্ট , ভোটার আইডি , ইত্যাদি)। “অনুমোদন ফর্ম” এবং পূর্ণ নির্দেশিকা পাওয়ার জন্য দয়া করে সাইমন ওভারসিস লিমিটেডের ওয়েবসাইট দেখুন ।
এনআইভি আবেদনকারীদের তাদের পাসপোর্ট হাউস #৪এ, রোড # ২২, গুলশান ১, ঢাকা ঠিকানায় অবস্থিত সাইমন ওভারসিস থেকে সংগ্রহ করতে হবে। আপনি প্রচলিত সেবা প্রদান সময়ের(রবিবার থেকে বৃহস্পতিবার- সকাল ৯টা থেকে দুপুর ৩টা এবং শনিবার- সকাল ৯টা থেকে দুপুর ১ টা) মধ্যে ৯৮৯৩৯৬৪ নম্বরে এদের টেলিফোন করতে পারেন । যদি আবেদনকারী পাসপোর্ট সংগ্রহ করার জন্য নিজে উপস্থিত না হতে পারেন তাহলে তার তরফ থেকে একজন অনুমোদিত ব্যক্তি তার পাসপোর্ট সংগ্রহ করতে পারেন ।
কিভাবে আমি আমার পাসওয়ার্ড রিসেট করতে পারি?
Forgot Your
Password? লিংকে ক্লিক করুন এই ওয়েব পেজের নিচে। Username এর স্থানে ইমেইল আই ডি দিয়ে Submit এ– ক্লিক করুন। ইমেইল আই ডি টি, ভিসা এপলিকেশন করার সময় যে ইমেইল আই ডি দিয়েছিলেন তার সাথে অবশ্যই মিলতে হবে। একটা নতুন পাসওয়ার্ড আপনার ইমেইল আই ডি তে পাঠিয়ে দেওয়া হবে।
নতুন পাসওয়ার্ডসহ ইমেইলটি পাবেন no-reply@ustraveldocs.com থেকে। কিছু ইমেইল এপলিকেশনের নিয়ম আছে যে, অপরিচিত প্রেরকের ইমেইল স্পাম অথবা যাংক ফোল্ডারে পাঠিয়ে দেয়। আপনি যদি ইমেইল না পেয়ে থাকেন, তবে দয়া করে স্পাম অথবা যাংক ফোল্ডার চেক করুন।
www.ustraveldocs.com এখানে প্রফাইল করা হয়েছে কিন্তু আবেদন করা হয় নি, এখন অন্য দেশে স্থানান্তর হলে অথবা অন্য কোনো দেশ থেকে আবেদন করতে চাইলে কি করতে হবে?
আপনার অন্য কোনো প্রফাইল করার দরকার নেই যদি CGI এর আওতায় হয়ে থাকে। ওয়েবসাইটে Contact Us
সিলেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পাসপোর্ট নম্বর, ইউ আই ডি অথবা ইমেইল প্রদান করুন যাতে আমরা আপনার প্রফাইল নতুন দেশে আপডেট করে দিতে পারি এবং আপনি ইউ এস ভিসার জন্য আবেদন করতে পারেন।
যদি CGI এর আওতায় নেই এমন দেশ থেকে আবেদন করেন, তবে আপনাকে নতুন প্রফাইল তৈরি করতে হবে। মনে রাখবেন, MRV ফি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা সম্ভব নয়।
প্রঃ আমি ধর্মীয় কর্মী ভিসার জন্য আবেদন করছি কিন্তু আমার কাছে অনুমোদিত পিটিশন নেই । আমি আর-১ ভিসা নিয়ে আগে ইউনাইটেড স্টেটসে এসেছিলাম এবং তখন আমার কোনো পিটিশনের প্রয়োজন হয়নি । যেহেতু অতীতে আমার কাছে আর-১ ভিসা ছিল, সেই কারণে আমি কি পিটিশন ছাড়া আর-১ ভিসার জন্য আবেদন করতে পারি?
অনুমোদিত পিটিশনের প্রয়োজনীয়তা ২৮ শে নভেম্বর ২০০৮ থেকে কার্যকরী হয়েছে । সমস্ত আবেদনকারী যারা আর-১ অ-অভিবাসী ভিসার জন্য আবেদন করতে চান তাদের ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস(ইউএসসিআইএস) –এর থেকে অনুমোদিত পিটিশন নিতে হবে। আরো অধিক তথ্যের জন্য অনুগ্রহ করে ইউএসসিআইএস–এর ওয়েবসাইট দেখুন।
প্রঃ আমি আমার জে ভিসা পেয়ে গেছি, আমার কখন ভ্রমন করা উচিত?
আপনার প্রাথমিক প্রবেশের জন্য , আপনি আপনার ফর্ম ডিএস-২০১৯-এ উল্লেখিত প্রোগ্রামের শুরুর দিনের কেবলমাত্র ৩০ দিন আগেই ইউনাইটেড স্টেটসে প্রবেশ করতে পারেন। এটি কখন আপনার ভিসা প্রদান করা হয়েছে তার উপর নির্ভরশীল নয়।
প্রঃ সেভিস ব্যবস্থা কি এবং এটি কিভাবে আমাকে প্রভাবিত করবে?
স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটার ইনফরমেশান সিস্টেম (সেভিস)-এ বিদ্যালয় এবং এক্সচেঞ্জ প্রোগ্রামকে সমস্ত নতুন এবং বিদ্যমান বিদেশী ছাত্র এবং বিনিময় পরিদর্শকদের এনরোলমেন্ট স্ট্যাটাস যাচাই করতে হবে।ভিসা অনুমোদন হওয়ার আগে ছাত্র ভিসার আবেদনকারীদের সেভিস ফি প্রদান করতে হবে। সেভিস ওয়েবসাইটে আপনি এই সংক্রান্ত আরো অধিক তথ্য পাবেন।
প্রঃ “দুই-বছরের-নিয়ম” বলতে কি বুঝায় ?
“দুই-বছরের-নিয়ম” হল ইউ.এস অভিবাসী আইনে ব্যবহৃত একটি প্রচলিত শব্দ যেখানে অনেক বিনিময় পরিদর্শকদের তাদের বিনিময় পরিদর্শনের সমাপ্তির পর নির্দিষ্ট কিছু প্রকারের ভিসায়, এইচ-১, এল-১, কে-১ এবং অভিবাসী ভিসায় পুনরায় ইউ.এস-এ ফিরে আসার আগে তাদের নিজ দেশে ফিরে যেতে হয় এবং দুবছর সেখানে থাকতে হয়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনার উপর দুই-বছরের-নিয়ম প্রযোজ্য কিনা সেবিষয়ে আপনার ডিএস ২০১৯-এ কেবলমাত্র কিছু প্রাথমিক তথ্য থাকে । চূড়ান্ত সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যদি আপনি এইচ-১, এল-১, কে-১ বা অভিবাসী ভিসার জন্য আবেদন করেন।
জে-১ ভিসা ধারীযাদের উপর দুই-বছরের-নিয়ম প্রযোজ্য তাদের ইউনাইটেড স্টেটসে থাকার এবং অনুমোদিত অন-অভিবাসী স্ট্যাটাসের পরিবর্তনের(যেমন, জে-১ ভিসা থেকে এইচ-১ ভিসা) বা আইনত স্থায়ী বাসিন্দা হওয়ার স্ট্যাটাসের(গ্রিন কার্ড) জন্য আবেদনের অনুমতি নেই যদি না তারা দেশে ফিরে দুই বছর বসবাস করেন বা তার নিজের দেশ থেকে অনুমোদিত ছাড়পত্র পান । আপনার উপর দুই-বছরের-নিয়ম প্রযোজ্য হবে কিনা তা একাধিক বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, যার মধ্যে আপনার খরচ বহনের আয় উৎস এবং আপনার দেশ অনুসারে স্কিল লিস্ট (কর্মদক্ষতা) এর অন্তর্ভূক্ত থাকে। আপনি কতদিন যাবত ইউনাইটেড স্টেটসে বসবাস করেছেন এটি তার উপর নির্ভর করে না।
প্রঃ দুই-বছরের-নিয়ম কি মউকুফ হওয়া সম্ভব ?
সম্ভব, কেবলমাত্র ডিপার্টমেন্ট অফ স্টেটসের ভিসা অফিসার দুই-বছরের-নিয়ম মউকুফ করতে পারেন। আপনার উপর এই নিয়ম প্রযোজ্য হবে কিনা তা নির্ধারণের ক্ষেত্রেও ভিসা অফিসার হলেন চূড়ান্ত কর্তৃপক্ষ । আপনার পাসপোর্টে কি উল্লেখিত আছে এটি তার উপর নির্ভর করেনা। যদি আপনার উপর দুই-বছরের-নিয়ম প্রযোজ্য হয় তাহলে আপনি এটি মউকুফ হওয়ার জন্য যোগ্যতা পেতে পারেন। যদি আপনি দুই-বছরের- নিয়মের আওতাধীন হয়েও থাকেন তারপরেও আপনি ভ্রমণ ভিসার জন্য বা উপরোক্ত প্রকার গুলি ছাড়া যে কোনো প্রকারের অন-অভিবাসী ভিসার জন্য যোগ্যতা পেতে পারেন।
প্রঃআমি পরিকল্পনা করেছি যে একদিনের জন্য ইউনাইটেড স্টেটসে থেকে পরের দিন অন্য দেশে যাত্রাকারী বিমান ধরব। আমাকে কি সি-১ ভিসা বা বি-১/বি-২ ভিসার জন্য আবেদন করতে হবে?
আপনি যদি অন্যত্র যাত্রা পথে ইউনাইটেড স্টেটসে নামা ছাড়া অন্য কোনো কারণে আসতে চান , যেমন, কোনো বন্ধুর সাথে দেখা করা বা ভ্রমণ করা তাহলে আপনাকে অবশ্যই এই উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয় ভিসা পেতে হবে , যেমন বি-২ ভিসা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন