যুক্তরাজ্যে ৪ ঘন্টায় ১৫ হাজার বার বজ্রপাত!জুন ০৩, ২০১৮


যুক্তরাজ্যে ৪ ঘন্টায় ১৫ হাজার বার বজ্রপাত!
যুক্তরাজ্যের কয়েকটি এলাকাজুড়ে শনিবার সারাদিন বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ঘন ঘন বজ্রপাতে রাতের আকাশ বারবার আলোকিত হয়ে উঠে। তাছাড়া গভীর রাতে ওই অঞ্চলে চার ঘন্টায় প্রায় ১৫ হাজার বজ্রপাতের ঘটনা হয়েছে বলে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে।
জানা যায়, শনিবার অপেক্ষাকৃত উষ্ণ দিন যাওয়ার পর রাতে বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। তবে দেশটির উত্তর দিকে বয়ে চলা এই বজ্রঝড় আগামীকাল রবিবার সারাদিন দক্ষিণ ইংল্যান্ড, মিডল্যান্ডস্ এবং ওয়েলস পর্যন্ত বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ব্রিটেনের আবহাওয়া দফতর ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস জানিয়ে দেশটিতে ‘হলুদ’ সতর্কতা জারি করেছে। তাছাড়া সোমবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টির এই সতর্কতা ওয়েলস, দক্ষিণ ইংল্যান্ড ও ইংল্যান্ডের কেন্দ্রীয় অংশের জন্য বজায় থাকবে বলে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The national flag Cambodia

world map

Historical Maps ALL COUNTRY