বরগুনার বিশখালী নদীর ভেতর দিয়ে যাত্রীবাহী বাস চালিয়ে ফেরীতে উঠার ভিডিও






দূর্ঘটনা বলে কয়ে আসে না, তবে কোন কোন ক্ষেত্রে মানুষই এই দূর্ঘটনার কারন হয়ে দাঁড়ায়। তবে নিশ্চিত বিপদ জেনেও মানুষ যখন এগিয়ে যায়, আর কোনভাবে সেই দূর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে যায়, আমরা তাকে সাহস বলে আখ্যায়িত করলেও বোকার সাহস বেশি সে কথা অনস্বীকার্য।
তেমন এক সাহসী (বোকা) বাস ড্রাইভারের ভিডিও আলোড়ন তুলেছে অনলাইনে, বরগুনার বিশখালী নদীর ভেতর দিয়ে যাত্রীবাহী বাস চালিয়ে ফেরীতে উঠার ভিডিও যতই সাহসের প্রশংসা কুড়াক না কেন, কোন দায়িত্ববান ড্রাইভার বা মানুষের কাছ থেকে এতটা বোকামী কাম্য নয়।
দুইদিকে থই থই করছে বেড়ে ওঠা বিশখালী নদী, তাই সরে পড়েছে ফেরী ঘাটটি, আর ফেরীতে উঠার জন্য এই বাস ড্রাইভার সেই বেড়ে ওঠা নদীর ভেতর থেকে যাত্রীবাহী বাস চালিয়ে উঠে পড়ল ফেরীতে। সামান্য ভুলের কারনে ঘটতে পারত মর্মান্তিক দূর্ঘটনা, সংশ্লিষ্ট কতৃর্পক্ষের অবশ্যই সেই দিকে দৃষ্টি দেওয়া বাঞ্চনীয় ছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )