ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৮০টি হট এয়ার বেলুনের বিশ্বরেকর্ড


ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৮০টি হট এয়ার বেলুনের বিশ্বরেকর্ড

৮০টিরও বেশি হট এয়ার বেলুন ইংলিশ চ্যানেল অতিক্রম করে বেসরকারিভাবে একটি নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছে।
একসঙ্গে ৮০টিরও বেশি হট এয়ার বেলুন ইংলিশ চ্যানেল অতিক্রম করে বেসরকারিভাবে একটি নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছে। তবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড বলছে এই ইভেন্ট অর্গানাইজাররা তাদের অভিযানের আগে আনুষ্ঠানিক আবেদন করতে ব্যর্থ হয়েছে।
আবেদন না করার কারণে এই সাফল্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এর আগে মানুষ বহনকারী এতগুলো বেলুন একসাথে এই চ্যানেল পাড়ি দিতে পারেনি বলে বলছে বেলফাস্ট টেলিগ্রাফ সংবাদপত্র। কেননা ২০১১ সালে মোট ৪৯টি হট এয়ার বেলুন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল।
তবে গিনেস বলছে, তাদের কর্মকর্তারা সর্বশেষ এই অভিযানটি সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করছেন। যদি প্রমাণিত হয় যে সত্যিই তারা বিশ্ব রেকর্ড করেছেন, তাহলে এই সাফল্যের স্বীকৃতি দেয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )