ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র।


ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। এর পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীননেপাল, ও ভূটানএবং পূর্বে বাংলাদেশমায়ানমার ও মালয়েশিয়া অবস্থিত। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল তথা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ভারত একটি বহুধর্মীয়, বহুভাষিক, ও বহুজাতিক রাষ্ট্র।

শহরসমূহ

  • দিল্লী - ভারতের রাজধানী এবং উত্তর ভারতের কেন্দ্র।
  • বেঙ্গালুরু - সুন্দর বাগানের শহর। এক সময়ের অবসর সময় কাটানোর জায়গাটি এখন বড় বড় আইটি কোম্পানিগুলোর চক্রকেন্দ্র।
  • চেন্নাই - দক্ষিণ ভারতের প্রধান বন্দর, সাংস্কৃতিক কেন্দ্র, ভারতের অটোমোবাইলের রাজধানী এবং দ্রুত বর্ধনশীল আইটি হাব।
  • হায়দ্রাবাদ - মুক্তা ও হীরা বাণিজ্যের জন্য পরিচিত, বর্তমানে অনেক কারখানা ও আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং আইটি খাত গড়ে উঠছে।
  • জয়পুর - মধ্যযুগীয় উত্তর ভারতে হিন্দু রাজপুত সংস্কৃতির একটি প্রধান প্রদর্শনী।
  • কোচি - আরব সাগরের রাণী, ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। বর্তমানে বালুকাময় সৈকতের প্রবেশপথ।
  • কলকাতা - ভারতের সাংস্কৃতিক রাজধানী, খুশির শহর হিসাবে পরিচিত, এবং অনেক ঔপনিবেশিক ভবনের আবাস।
  • মুম্বাই - বৃহত্তম শহর এবং ভারতের আর্থিক রাজধানী, বলিউডের নিবাস।
  • বারাণসী - সবচেয়ে পবিত্র হিন্দু শহর হিসেবে বিবেচিত, গঙ্গার তীরে অবস্থিত, বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী বসবাসের শহরগুলির মধ্যে একটি।

প্রবেশ

ভিসা

নাগরিকত্বের উপর ভিত্তি করে ভিসার নিয়ম এবং বৈধতা ভিন্ন হয়ে থাকে। নেপাল ও ভূটান নাগরিকরা ভিসা ছাড়া অনির্দিষ্টকালের জন্য ভারতে প্রবেশ করতে এবং বসবাস করতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )