ফিঙ্গার প্রিন্ট সম্বলিত স্মার্ট কার্ডের মাধ্যমে বর্হি:গমন ছাড়পত্র প্রদান

ফিঙ্গার প্রিন্ট সম্বলিত স্মার্ট কার্ডের মাধ্যমে বর্হি:গমন ছাড়পত্র প্রদান



সেবার সংক্ষিপ্ত বিবরণ:
বিদেশে যাওয়ার জন্য মানুষের নানা সমস্যার মুখোমুখি হতে হয়, বিশেষ করে ভিসা পেতে অনেক সমস্যা হয়। বর্তমানে স্মার্ট কার্ডের মাধ্যমে মানুষ খুব সহজেই ভিসার জন্য আবেদন করতে পারে। এতে করে একদিকে যেমন অল্প সময়ে ভিসার আবেদন করা যায় অপরদিকে তাকে হয়রানির মুখোমুখি হতে হয় না।
সেবার সুবিধা:
  • আবেদনকারির সময় সাশ্রয় হয়।
  • লম্বা লাইনে দাঁড়াতে হয় না।
  • খুব সহজভাবেই সেবা পাওয়া যায়।
  • সময় কম লাগে।
  • অল্প সময়ে ভিসা পাওয়া যায়।
প্রক্রিয়া:

প্রথমে একজন বিদেশগামী বাংলাদেশি নাগরিক প্রয়োজনীয় কাগজপত্রসহ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন শাখায় আবেদন করবেন। বহির্গমন শাখা আবেদনপত্রটি পরিচালকের কাছে প্রেরণ করবেন। সহকারী পরিচালক তার মতামতসহ আবেদনপত্রটি যাচাই বাচাইের জন্য উপ-পরিচালকের প্রেরণ করবেন। তারপর পরিচালকের সুপারিশের মাধ্যমে আবেদনকারীর তথ্য ডাটাবেজে পাঠানো হবে। তথ্য অনুযায়ী স্মার্ট কার্ড প্রিট হবে। সব শেষে নির্দিষ্ট সময় পর আবেদনকারী স্মার্ট কার্ড এবং ছাড়পত্র সংগ্রহ গ্রহণ করবেন।


যোগ্যতা

১. বাংলাদেশী নাগরিক যার বিরুদ্দে কোন মামলা নেই। 

প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনপত্র২. পাসপোর্ট বা স্মার্ট কার্ড৩. ভিসা কপি৪. কাজের চুক্তিপত্র৫. কর্মী, রিক্রুটিং এজেন্সি ও নিয়োগ কর্তার অঙ্গীকার নামা 

প্রয়োজনীয় খরচ

৩০৫০ টাকা থেকে ৩৪৫০ টাকা পর্যন্ত

প্রয়োজনীয় সময়

সর্বোচ্চ ৩ দিন

কাজ শুরু হবে

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (বিএমইটি) সদরদপ্তর

আবেদনের সময়

 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা:

১. মহা-পরিচালক২. পরিচালক (বহির্গমন)৩. উপ-পরিচালক (বহির্গমন)৪. সহকারী পরিচালক (বহির্গমন)৫. সংশ্লিষ্ট অন্যান্য

সেবা না পেলে কার কাছে যাবেন

মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (বিএমইটি)


Related image

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )