সংযুক্ত আরব আমিরাতে পানির চেয়ে সস্তা জ্বালানি তেল।

সংযুক্ত আরব আমিরাতে পানির চেয়ে সস্তা হয়ে গেছে জ্বালানি তেল। বিশ্বব্যাপী নজিরবিহীনভাবে দাম পড়ে যাওয়ায় দেশটিতে অনেক নিত্যপণ্যের চেয়ে জ্বালানি তেল এখন সস্তা হয়ে গেছে।
Image result for জ্বালানি তেল।
দেশটিতে বর্তমানে ১ লিটার তেল ৪০ সেন্টে বিক্রি হচ্ছে আর দেড় লিটার পানির বোতল বিক্রি হচ্ছে ২.১৫ ডলারে। এছাড়া, ১ লিটার কোমল পানীয়র দাম ৮০ সেন্ট, ৬টি ডিম ১.০৬ ডলারে বিক্রি হচ্ছে বলে স্থানীয় দৈনিক ন্যাশনাল জানিয়েছে।
গত বছরের জানুয়ারির পর থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩০ শতাংশ পড়ে গেছে। ব্যারেল প্রতি তেলের দাম ৫২ ডলার থেকে কমে ৩৫ ডলারে এসে দাঁড়িয়েছে। রাশিয়ার স্পুৎনিক সংবাদ সংস্থা তেলের দাম কমে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণগুলো তুলে ধরেছে।
এতে বলা হয়েছে, চীনা অর্থনীতির মধ্যমানের প্রবৃদ্ধি, ওপেকের তেলের উৎপাদন বাড়ানোর নীতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে তেলের দাম কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ।
তেলের বাজারে ইরান দৈনিক বাড়তি পাঁচ লাখ ব্যারেল তেল সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। এ সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ কমবে বলে ধারণা ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতে তেলমন্ত্রী সুহাইল আল-মাজরুই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The national flag Cambodia

world map

Schengen Visa Types & Validity- Visa Fees --Travel Insurance-statistics