এক মোটরসাইকেলের দাম ২০ লাখ ডলার!
এক মোটরসাইকেলের দাম ২০ লাখ ডলার!
বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেল। এটির দাম রাখা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা।এটি বিখ্যাত মার্কিন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লে ডেভিডসনের ব্লু-এডিশনের সর্বশেষ চমক।
গত ৯ মে জুরিখে এক অনুষ্ঠানে ব্লু-এডিশনের এই মোটরসাইকেলটিকে প্রকাশ্যে আনা হয়।সুইজারল্যান্ডের বিখ্যাত গয়না ও ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ‘বুশারার’ এবং মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা ‘বান্ডানারবাইক’ যৌথ উদ্যোগে গাড়িটি তৈরি করেছে।
এক বছর ধরে দীর্ঘ ২৫ ঘণ্টা শ্রম দেয়ার পর এই দুই প্রতিষ্ঠানের এক দল বিশেষজ্ঞ এটির ডিজাইন তৈরি করে।
কোম্পানি দুটি বলছে, গাড়িটি সাজাতে ৩৬০টি হিরে ব্যবহার করা হয়েছে। বাইকে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবই স্বর্ণের।
সবশেষে ব্লু-এডিশনে এটি পাওয়া যাবে। এর অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্কের ডান পাশে একটি ঘড়ি লাগানো হয়েছে। এছাড়া ফুয়েল ট্যাঙ্কের ডান পাশে ৫.৪ ক্যারেটের ডায়মন্ড রিং লাগানো হয়েছে।
এর আগে, বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের রেকর্ডটি ছিল ‘১৯৫১ ভিনসেন্ট ব্ল্যাক লাইটনিং’ এর দখলে। এ বছরের গোঁড়ায় নিলামে বাইকটির দাম উঠেছিলো ৯ লাখ ২৯ হাজার ডলার। সে হিসেবে নতুন গাড়িটির দাম প্রায় ১১ লাখ ডলার বেশি।
আপনার পছন্দ হওয়ার মতো আরো কিছু বিষয় পড়তে ক্লিক করুন
- সোনা-হীরায় মোড়া ১০ দামি ফোন
- নতুন সৌরজগতের সন্ধান
- ইতিহাসের ‘সবচেয়ে বড়’ শিশু বলিদান ঘটনার সন্ধান
- সর্বকালের সেরা ১০ ধনী
- মুসলমানদের গৌরব মহাজ্ঞানী ও বিশ্ববিখ্যাত এক নজরে সেরা যারা
- ২০৫০ সালের বিশ্বের সর্বাধিক জনবহুল ১০টি শহরের নাম
- মাছের দাম ৩ লাখ মার্কিন ডলার
- পৃথিবীর ১০ টি বৃহত্তম জিনিস।
- যেভাবে হলো সাত মহাদেশের নাম
- মিশন শুরু করবে নাসা ২০১৮ সালে ‘সূর্য ছোঁয়ার’
- কয়েক বছরের মধ্যেই বরফে ঢেকে যাবে বিশ্ব! আশঙ্কা বিজ্ঞানীদের
- মঙ্গলে প্রাচীর ঘেরা শহর!
- মঙ্গলে মিলল ৪.৮ কিলোমিটার উচ্চতার টাওয়ার!
- প্রাচীন সপ্তাশ্চর্য – জানেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন