দেখুন এমনকিছু বিষাক্ত গাছ-পালা যা আমাদের চারপাশেই রয়েছে, তাই চিনে নিন, সাবধানে থাকুন |



পৃথিবীর সবচেয়ে ভয়ংকর গাছ, যার পাতা ফল কষ এমনকি ধোঁয়াও বিষাক্ত একটু জেনে রাখুন





দেখুন এমনকিছু বিষাক্ত গাছ-পালা যা আমাদের চারপাশেই রয়েছে, তাই চিনে নিন, সাবধানে থাকুন | 






মাত্র ১৫ মিনিটেই মানুষকে মেরে ফেলতে পারে যে গাছ



বাড়ির অথবা অফিসের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই পাতাবাহার গাছ লাগান। কিন্তু এই পাতাবাহারটি যে আদতে কি ভয়ংকর, তা আমরা ঘুর্ণাক্ষরেও টের পাই না! এই গাছটির কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি, এমনকি মারাও যেতে পারেন! বাড়িতে পাতাবাহার জাতীয় গাছ রাখতে ভালোবাসেন অনেকেই। তবে গাছ রাখার আগে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন গাছটি আমাদের কোনো ক্ষতি করতে সক্ষম কি না। বিশেষ করে বাসায় ছোট শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন।


এই গাছগুলো দেখা মাত্রই দৌড়ে পালাও এবং সাহায্যের জন্য চিৎকার করুন , 






পৃথিবীর সবথেকে বিষাক্ত 10টি গাছ , যার স্পর্শ আপনার জীবন কেড়ে নিতে পারে ।





ধুতরা ঔষধি গুন সম্পন্ন গাছ । কিন্তু প্রক্রিয়াজাতকরন না করে এটি ব্যবহার করলে মারাত্বক ক্ষতি হতে পারে । ধুতরার রাসায়নিক উপাদান , স্নায়ুতন্ত্রের উপর ধুতরার ক্ষতিকর প্রভাব , অতিরিক্ত ধুতরা কি ক্ষতি করতে পারে , ধুতরা চুখে দিলে কি ক্ষতি হতে পারে, তা উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে ।


নীরব ঘাতক ‘সুপারি’ থেকে সাবধান!!!




নীরব ঘাতক ‘সুপারি’ থেকে সাবধান!!! সুপারি খেয়ে কিভাবে মানুষ মারা যাচ্ছে জানলে চমকে উঠবেন আপনি !




এই গাছের স্পর্শ থেকে সাবধান! স্পর্শ হলেই আত্মহত্যা!! জানুন বেঁচে যাবেন ! 







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০০০ সালে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৫৯০ দুর্ঘটনার মাধ্যমে সমাপ্তি ঘটে কনকর্ড যুগের।

বাংলাদেশের সকল রাজবাড়ী ও জমিদার বাড়ীগুলির ইতিহাস ও বর্তমান অবস্হা কি (ভিডও সহ )