সৌদি আরব থেকে মোবাইল ফোনে মেয়ের করুন আকুতি‘আম্মা গো, আমারে বেইজ্জতি থাইকা বাঁচাও’ !
সৌদি আরব থেকে মোবাইল ফোনে মেয়ের করুন আকুতি‘আম্মা গো, আমারে বেইজ্জতি থাইকা বাঁচাও’ !
সৌদি আরবে বাংলাদেশি নারীদের কান্নার রোল দেশে ফিরতে করুন আকুতি তাদের যে কারনে!!
বাংলাদেশ থেকে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যাওয়া নারীদের ভয়াবহ অবস্থা তুলে ধরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই। প্রকাশিত প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, নিয়োগকারীদের দ্বারা যৌন ও শারীরিকভাবে নিপীড়নের শিকার হয়ে শত শত নারী কাজ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এসব নারীদের থাকার জন্য আশ্রয় কেন্দ্র (সেইফ হোম) খুলতে হয়েছে বাংলাদেশ সরকারকে।
রিয়াদ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ফাঁস হওয়া গোপনীয় কূটনৈতিক বার্তা থেকে এসব তথ্য জানা গেছে বলে দাবি মিডলইস্ট আই’র।ঢাকার একজন কূটনীতিককে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘পালিয়ে আশ্রয় কেন্দ্রে আসা নারীরা অভিযোগ করেন নিয়োগকর্তারা তাদের ওপর নানা ধরনের নিপীড়ন চালান। কেউ আবার অসুস্থ হয়েও আসেন। তাই তারা এখানে আশ্রয় নিতে চান।’
সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিয়ে কি হচ্ছে, সবাইকে দেশে পাঠানো হচ্ছে কেন !
সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিক (গৃহকর্মী) নির্যাতনের অভিযোগ নগণ্য বলে দাবি করেছেন বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান বজলুল হক হারুন। তিনি বলেন, ‘সৌদিতে ৭০ হাজার বাংলাদেশি নারী গৃহকর্মী কাজ করেন। এদের মধ্যে নির্যাতনসহ বিভিন্ন কারণে পুনর্বাসন কেন্দ্রে রয়েছেন মাত্র ৩১৫ জন। যে কারণে বলা যায়, গৃহকর্মী নির্যাতনের অভিযোগ নগণ্য।’
সৌদি গিয়ে ধর্ষন এবং নির্যাতিত হয়ে দেশে ফিরে আসছে নারীরা !
সৌদিতে তিনশতাধিক বাংলাদেশি নারী শ্রমিকের মানবেতর জীবন
সৌদি আরব থেকে অসংখ নারী শ্রমিক পেটে বাচ্চা নিয়ে দেশে ফিরছেন ! দেখুন বিস্তারিত
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশী নারীদের উপরে চলছে নির্যাতন ! ৩০০ নারী শ্রমিককে বাংলাদেশে ফেরত সৌদি আরবে বাংলাদেশী নারীদের সাথে এ কেমন অমানুষিক নির্যাতন??
আমি’তো দেহ ব্যবসা করতে যাইনি (সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী)!
আমরা প্রবাসীরা খুব ভাল ভাবেই জানি এদেশে গৃহকর্মীদের সাথে কেমন আচরণ করা হয়, কিংবা গৃহকর্মীদের উপর কতটা অমানবিক নির্যাতন চালানো হয়। আপনার এলাকার যে মেয়েটি গৃহকর্মী হিসেবে প্রবাসে পাড়ি জমানোর কথা ভাবতেছে কিংবা জমিয়েছে সে কি আপনার বোন নয়, তাহলে চুপ করে বসে আছেন কেন? প্রতিনিয়ত বাংলাদেশী নির্যাতিতা গৃহকর্মীদের কষ্টের কথা শুনলে কি আপনার গায়ে আগুন ধরে না, কষ্ট লাগেনা, একটুও কি আপসোস হয়না? ভুলে যাবেন না, সে মেয়েটি আমার- আপনার মত কারো না কারো বোন, কারো মা, কারো সন্তান, কিংবা কারো স্ত্রী।
সৌদি আরব বাংলাদেশের সর্ব বৃহৎ শ্রম বাজার, দেশের প্রায় সকল অঞ্চলের প্রবাসীই সৌদি আরবে আছে। আসুন জন-ঐক্যমত্য গড়ে তুলি, গৃহকর্মী হিসেবে প্রবাসী পাড়ি জমাতে ইচ্ছুক এমন বোনদেরকে বুঝিয়ে বলি, সামাজিক সচেতনতা গড়ে তুলি। প্রতিজ্ঞা করি, আজ থেকে আমার-আপনার এলাকা থেকে আর কোন মেয়েকে গৃহকর্মীর ভিসার প্রবাসে পাড়ি জমাতে দিবনা।
দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আমাদের অনুরোধ, গৃহকর্মী হিসেবে বিদেশে পাড়ি জমাতে ইচ্ছুক প্রত্যেকটা মেয়েকে নিজের বোন মনে করুন। এবার ভাবুন - আপনার বোন হলে কি আপনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে পাঠাতেন? দয়া করে আর একজন গৃহকর্মীও সৌদি আরবে পাঠাবেন না। এ’দেশে গৃহকর্মী হিসেবে কাজ করার চাইতে স্বদেশে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা, অথবা না খেয়ে মরে যাওয়াও অনেক ভাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন