বাড়িতেই গড়ে তোলা হয়েছে ইউরোপের 'ভিসা সেন্টার'!সাইপ্রাসের ভিসা স্টিকার
পাসপোর্টগুলোতে সাইপ্রাসের ভিসা স্টিকার লাগানো। দেশটিতে যেতে সেখানকার আমন্ত্রণপত্র, ব্যাংকের হিসাব বিবরণী, শিক্ষা সনদও রয়েছে। তবে এর সবই জাল। এসব জাল কাগজ দিয়েই টাকার বিনিময়ে নেওয়া হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র। ভয়াবহ একটি জালিয়াত চক্র ঢাকার উত্তরায় একটি ভাড়া বাড়িতে বসে তৈরি করছে এসব জাল কাগজপত্র। ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসাও তৈরি করে তারা। এসব দিয়ে বিদেশ গমনেচ্ছু সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে আসে প্রতারণার ভয়াবহ এই চিত্র। ডিবি-উত্তর বিভাগ এ অভিযান চালায়। প্রতারক চক্রের গ্রেফতার চারজন হলো- জিয়াউল হক জুয়েল, জাকারিয়া মাহামুদ, মাহবুবুর রহমান ও মামুন হোসেন। তাদের কাছ থেকে ১৪টি জাল সেনজেন ভিসাযুক্ত বাংলাদেশি পাসপোর্ট, ব্যাংকের জাল হিসাব বিবরণী এবং ভিসা প্রস্তুতের বিপুল পরিমাণ ম্যাট স্টিকার পেপার, সাইপ্রাসে পাঠানোর জন্য জাল আমন্ত্রণপত্র, ব্যাংক গ্যারান্টি, জাল সনদ তৈরি কাজে ব্যবহূত কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।...