ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র।


ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। এর পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীননেপাল, ও ভূটানএবং পূর্বে বাংলাদেশমায়ানমার ও মালয়েশিয়া অবস্থিত। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল তথা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ভারত একটি বহুধর্মীয়, বহুভাষিক, ও বহুজাতিক রাষ্ট্র।

শহরসমূহ

  • দিল্লী - ভারতের রাজধানী এবং উত্তর ভারতের কেন্দ্র।
  • বেঙ্গালুরু - সুন্দর বাগানের শহর। এক সময়ের অবসর সময় কাটানোর জায়গাটি এখন বড় বড় আইটি কোম্পানিগুলোর চক্রকেন্দ্র।
  • চেন্নাই - দক্ষিণ ভারতের প্রধান বন্দর, সাংস্কৃতিক কেন্দ্র, ভারতের অটোমোবাইলের রাজধানী এবং দ্রুত বর্ধনশীল আইটি হাব।
  • হায়দ্রাবাদ - মুক্তা ও হীরা বাণিজ্যের জন্য পরিচিত, বর্তমানে অনেক কারখানা ও আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং আইটি খাত গড়ে উঠছে।
  • জয়পুর - মধ্যযুগীয় উত্তর ভারতে হিন্দু রাজপুত সংস্কৃতির একটি প্রধান প্রদর্শনী।
  • কোচি - আরব সাগরের রাণী, ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। বর্তমানে বালুকাময় সৈকতের প্রবেশপথ।
  • কলকাতা - ভারতের সাংস্কৃতিক রাজধানী, খুশির শহর হিসাবে পরিচিত, এবং অনেক ঔপনিবেশিক ভবনের আবাস।
  • মুম্বাই - বৃহত্তম শহর এবং ভারতের আর্থিক রাজধানী, বলিউডের নিবাস।
  • বারাণসী - সবচেয়ে পবিত্র হিন্দু শহর হিসেবে বিবেচিত, গঙ্গার তীরে অবস্থিত, বিশ্বের সর্ববৃহৎ স্থায়ী বসবাসের শহরগুলির মধ্যে একটি।

প্রবেশ

ভিসা

নাগরিকত্বের উপর ভিত্তি করে ভিসার নিয়ম এবং বৈধতা ভিন্ন হয়ে থাকে। নেপাল ও ভূটান নাগরিকরা ভিসা ছাড়া অনির্দিষ্টকালের জন্য ভারতে প্রবেশ করতে এবং বসবাস করতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The national flag Cambodia

world map

Schengen Visa Types & Validity- Visa Fees --Travel Insurance-statistics