পৃথিবীর গভিরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ


সমুদ্র কতটুকুন গভির হতে পারে এই প্রশ্ন করলে অনেকেই উল্টা পাল্টা উত্তর দেয়। আবার আমি যদি বলি জাপানে সাগরের মারিয়িানা দ্বিপপুঞ্জের পাশেই চ্যালেঞ্জার ডিপ নামক একটি স্থানে পানির গভিরতা প্রায় ১১ কিলোমিটার তাবে তারা কিছুতেই বিষয়টা বিশ্বাস করতে চায় না। আসলে প্রথম যখন বিজ্ঞানিরা বিষয়টি আবিস্কার করেন তখন তারাও বিশ্বয়ে হতবাক হয়ে যান কিভাবে একটা এলাকা এতটা গভির হতে পারে।



 মুলত এর রহস্য বের করার জন্য বিজ্ঞানিরা পুরো পৃথিবীকে কম্পিউটারের মধ্যে থিডি ম্যাপিং করালেন। তার পরে কম্পিউটারের সাহার্যে পৃথিবীর সবগুলো সমুদ্রের পানি বের করে দিলেন। এইবার দেখা গেল কেন এই ঘটনা ঘটল। এই রহস্য মুলত লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে East Pacific Rise নামক সমুদ্রতলের একটি পর্বত শ্রেনির ভিতরে। বিজ্ঞানিরা প্রচুর গবেষনা চালিয়ে দিখেলেন আস থেকে দের কোটি বছর আগে পৃথিবীর এই প্রশান্ত মহাসাগরের নিচের টেকটনিক প্লেটটি তার পাশের প্লেটের সাথে মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়।

  


এই সংঘর্ষের ফলে প্লেটের এক প্রান্ত মানে ম্যারয়ানা অঞ্চলে মাটি ঠেলে উপরের দিকে উঠে গিয়ে ম্যারিয়ানা দ্বিপপুঞ্চ গঠিত হয়। আর তার পাশেই সাগরের প্লেটটি স্লোপের মতন পিছলে গিয়ে ভিতরে ঢুকে যায়। এতে ওই অঞ্চলে মারাত্মক একটা গর্তের সৃস্টি হয়। আর এই ঢুকে যাওয়া মাটিগুলো আবার অপর অঞ্চল মানে East Pacific Rise এর গিয়ে পর্বতের আকারে ঠেলে বের হয়ে আসে।

  

 মারাত্মক এই ঘটনায় ম্যারিয়ানা অঞ্চলে গর্তটা গভির হতে হতে প্রায় ৮ কিলোমিটার এর মতন গভির হয়। কিন্তু চ্যালেঞ্জার ডিপ এলাকাটাতে হঠাৎ করে মাটি ভেঙ্গেগিয়ে আরো গভিরে পরে যায়। ফলে সেটি ১১ কিলোমিটারের মতন ডেবে যায়। আর অপর দিকে আস্তএকটা দ্বিপ সৃস্টি হয়ে যায়। পৃথিবীর যেহেতু গোলাকার তাই এই বিষয়টি আরো চমৎকার ভাবে ঘটে যায়। চিন্তা করে দেখেন যখন এই ঘটনা ঘটছিল কি ভয়ানক ভুমিকম্প আর অগ্নুৎপাতের সৃস্টি হয়েছিল ওই অঞ্চলগুলোতে।

  

 কিছুদিন আগে সম্ভবত ২০১২ সালে হলিউডের বিখ্যাত চিত্রপরিচালক জেমস ক্যামেরুন এই মারাত্মক স্থানে ডাইভ দিয়েছিলেন সাবমেরিন দিয়ে। এই স্থানটা মারাত্মক এই কারনে যে এই তলদেশে প্রতি স্কয়ার ইঞ্চিতে পানির চাপ থাকবে ৭২৫ কেজি। এই চাপে সাধারন স্টিলের প্লেটই চিরে চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। এর আগে Bathyscaphe Trieste নামক একটা expedition জাহাজ এই নিচে ডাইভ দেয়। তবে তারা তখনও অত নিে যেতে পারেন নি যতটা জেমস ক্যামেরুনগিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The national flag Cambodia

world map

Schengen Visa Types & Validity- Visa Fees --Travel Insurance-statistics